Breaking

Tuesday, January 8, 2019

শিঙ্গেলস (হার্পিস জস্টার) (Shingles (herpes zoster))

বর্ণনা
জলবসন্তের (চিকেন পক্স) চিকিৎসা করানোর পরেও জীবানু শরীর থেকে বের হয় না, বরং স্নায়ু তন্ত্রের নার্ভ রুটে থেকে যায়, যা পরবর্তীতে শিঙ্গেল বা হার্পিস জস্টারে পরিণত হয়। এটি ভ্যারিসেলা-জস্টার নামক ভাইরাসের কারণে হয়ে থাকে।
এ অবস্থায় ত্বকে লাল বর্ণের র‍্যাশ দেখা যায় এবং ঐ স্থানে ব্যথা ও জ্বালাপোড়া হয়। এর কারণে ধড়, ঘাড় বা মুখ-মন্ডলে লম্বা লম্বা ফোস্কা পড়ে।
অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভাল হয়ে যায়। একজনের ক্ষেত্রে এই সমস্যা একবারের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম।

কারণ

অধিকাংশ ক্ষেত্রেই ছোটবেলায় চিকেনপক্স হয়ে থাকে। এই ভাইরাস সম্পূর্ণভাবে শরীর থেকে বের না হয়ে নার্ভ রুটে অসক্রিয় অবস্থায় থেকে যায় এবং কোন ধরনের সমস্যার সৃষ্টি করে না। কয়েকবছর পর কোন কারণ ছাড়াই এটি পুনরায় বংশবৃদ্ধি করতে থাকে। পরবর্তীতে এই ভাইরাস নার্ভ থেকে ত্বকে চলে আসে এবং শিঙ্গেল রোগের সৃষ্টি করে।
অধিকাংশ ক্ষেত্রে কোন কারণ ছাড়াই শিঙ্গেল হয়ে থাকে। তবে কখনো কখনো মানসিক চাপ বা অসুস্থতা শিঙ্গেল হওয়ার সম্ভাবনাকে ত্বরাণ্বিত করে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ইমিউন সিস্টেম দূর্বল হয়ে যাওয়ার কারণে বা যাদের ইমিউন সিস্টেম দূর্বল তাদের ক্ষেত্রে এটি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

লক্ষণ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন: 
জরায়ুর মাংসপেশীর সংকোচন প্রসারণ (Uterine contractions)
জ্বর (Fever)
ওজন বৃদ্ধি (Weight gain)
খিঁচুনি (Seizures)
গর্ভকালীন রক্তক্ষরণ (Spotting or bleeding during pregnancy)
কোরাইজা (Coryza)
পেটে তীক্ষ্ণ ব্যথা (Sharp abdominal pain)
কনুইয়ের দুর্বলতা (Elbow weakness)
কানের অস্বাভাবিক আকৃতি (Abnormal size of Ear)
পিঠের দুর্বলতা (Back weakness)

No comments:

Post a Comment

Featured Post

যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ

ইনটিমেট  Intimate উপাদান ইনটিমেটঞগ ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড  ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.। ইনটিমেটঞগ ১০ ট্যাবলেট: প্রতি...