Breaking

Thursday, July 27, 2017

ঠোঁট হবে গোলাপি


ঠোঁট কালো আজকাল অনেকের সমস্যা কি কারণেঠোঁট কালো হয় এবং কি তার প্রতিকার জেনে নিন 
ঠোঁট কেন কালো হয়:
• রোদে দীর্ঘ সময় থাকা, অনেক রাত পর্যন্ত জেগে থাকা, পুষ্টিকর খাবারের অভাব
• মাত্রাতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা
• খুব বেশি চা-কফি পান ধূমপান করার ফলে ঠোঁট কালো হয় 
ঘরোয়া যত্ন
নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল
গোলাপের পাপড়ি বেটেতার সঙ্গে মধু বা চিনি মিশিয়ে ঠোঁটে লাগান এতে দূর হবে ঠোঁটের উপরের কালো দাগ
• চালের গুঁড়োর সঙ্গেলেবুর রস মিশিয়ে ঠোঁট হালকা করে ঘষুন এতে কালোদাগ চলে গিয়েঠোঁট লাল হবে
• প্রতিদিন ঠোঁটে  মধু বা দুধেরসর লাগিয়ে রাখলেও কালচে ভাব কমবে
• দাঁত মাজার সময় ব্রাশ দিয়ে হালকাঠোঁট ঘষে নিন এতে কালোভাব চলে যাবে

No comments:

Post a Comment

Featured Post

যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ

ইনটিমেট  Intimate উপাদান ইনটিমেটঞগ ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড  ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.। ইনটিমেটঞগ ১০ ট্যাবলেট: প্রতি...