Breaking

Thursday, August 3, 2017

বাড়িতে বসে দূর করুন দাঁতের পাথর!

দাঁতে ব্যথা! পাথর জমে হলুদ আবরণ পরে গেছে দাঁতে অনেকেই ভুগে থাকেন এই সমস্যাটিতে দেখা যায়, তাদরে দাঁতে কমবেশি হলুদ বা বাদামি খনিজ পদার্থের আবরণ ডাক্তারি ভাষায় যাকে টার্টার বলা হয় তবে সাধারণ মানুষ একে দাঁতের পাথর হিসেবে জেনে থাকেন
মূলত নিয়মিত দাঁত পরিষ্কার না করলেই এই টার্টার বাড়তে থাকে যা দাঁতের 'পিরিওডোনটাইটিস'
নামক রোগেরও কারণ
পিরিওডোনটাইটিস কী:
'পিরিওডোনটাইটিস' হলে দাঁতের মাড়ির টিস্যুতে প্রদাহ হয় ফলে মাড়ি সংকোচিত হয়ে অকালে দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে
সমস্যা এড়াতে প্রয়োজন নিয়মিত দাঁতে জমা টার্টার পরিষ্কার করা টার্টার দূর করার প্রথম সমাধান হলো ডেন্টিস্ট তবে আপনি চাইলে বাড়িতে বসেও সমস্যার সমাধান করতে পারেন
টার্টার পরিষ্কার করতে যা লাগবে:
* বেকিং সোডা
* ডেন্টাল পিক
* লবণ
* হাইড্রোজেন পেরোক্সাইড
* পানি
* টুথব্রাশ
* কাপ
* অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ
টার্টার দূর করতে সবচেয়ে সহজলভ্য কার্যকরী উপাদান হচ্ছে বেকিং সোডা আসুন এবার জেনে নিই টার্টার দূর করার পদ্ধতি
প্রথম ধাপ
কাপে এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে / চা চামচ লবণ মেশান এবার গরম পানিতে টুথব্রাশ ভিজিয়ে বেকিং সোডা লবণের মিশ্রণ দিয়ে পাঁচ মিনিট ধরে দাঁত ব্রাশ করুন সবশেষে কুলকুচি করে নিন
দ্বিতীয় ধাপ
এক কাপ হাইড্রোজেন পেরোক্সাইডের সঙ্গে / কাপ হালকা গরম পানি মেশান এই পানি মুখে নিয়ে এক মিনিট রাখুন এরপর / কাপ পানি দিয়ে কুলকুচি করে ফেলুন
তৃতীয় ধাপ
ডেন্টাল পিক দিয়ে দাঁতের হলুদ টার্টার ধীরে ধীরে ঘষে তুলুন মাড়ির ক্ষতি এড়াতে ডেন্টাল পিক ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন
চতুর্থ ধাপ
অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করুন


No comments:

Post a Comment

Featured Post

যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ

ইনটিমেট  Intimate উপাদান ইনটিমেটঞগ ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড  ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.। ইনটিমেটঞগ ১০ ট্যাবলেট: প্রতি...