Breaking

Friday, July 28, 2017

ব্যায়ামে কমে অকাল মৃত্যুর ঝুঁকি

জগিং বা দৌড়ানোর মতো পরিশ্রমের ব্যায়াম যাঁরা সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও নিয়মিত করতে পারেন, তাঁদের অকালমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায় অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল
গবেষক কথা জানিয়েছেন তাঁরা মধ্যবয়সী দুই লাখের বেশি নারী-পুরুষের ওপর গবেষণা চালিয়ে দেখতে পান, নিয়মিত হালকা ব্যায়ামে অভ্যস্ত লোকজনের তুলনায় সংক্ষিপ্ত অথচ ভারী ব্যায়ামে অভ্যস্ত মানুষদের অকালমৃত্যুর ঝুঁকি থেকে ১৩ শতাংশ কম জেএএমএ ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এতে উল্লিখিত পরিসংখ্যানের ভিত্তিতে বিজ্ঞানীরা শরীরচর্চার আদর্শ মাত্রা নতুন করে নির্ধারণ করার চিন্তাভাবনা করছেন ইনডিপেনডেন্ট

No comments:

Post a Comment

Featured Post

যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ

ইনটিমেট  Intimate উপাদান ইনটিমেটঞগ ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড  ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.। ইনটিমেটঞগ ১০ ট্যাবলেট: প্রতি...