Breaking

Friday, July 28, 2017

তৈলাক্ত ত্বকের কালচে ভাব দূর করার খুবই সহজ ১ টি সমাধান

তৈলাক্ত ত্বকের সমস্যা যারা ভুক্তভোগী তারা খুব ভালো করেই বুঝে থাকেন বিশেষ করে এই গরমকালে তৈলাক্ত ত্বকের সমস্যা আরও কয়েকগুণ বেড়ে যায় ত্বকের তেল চিটচিটে ভাব একেবারেই কাটতে চায় না তার উপর ধুলোবালি আটকে ব্রণের উপদ্রব তো আছেই, সেইসাথে যুক্ত হয় তৈলাক্ত
ত্বকের কালচে ভাব ত্বক যতো তৈলাক্ত হবে ততোই কালচে ভাব বাড়বে এটিই স্বাভাবিক কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব কঠিন কিছু নয় আজকে জেনে নিন তৈলাক্ত ত্বকের কালচে ভাব দূর করার খুব সহজ মাত্র টি জাদুকরী সমাধান
যা যা লাগবেঃ
- টি পাকা কলা
- চা চামচ লেবুর রস
- চা চামচ মধু
পদ্ধতি ব্যবহারবিধিঃ
- কলা একটি কাটা চামচ দিয়ে ভালো করে পিষে নিন চাইলে হাতেও পিষে নিতে পারেন এরপর এতে মধু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে মসৃণ পেস্টের মতো তৈরি করুন
- এইপেস্টটি পুরো ত্বকে ভালো করে লাগিয়ে নিন মুখ গলার ত্বকে ভালো করে লাগাবেন ১৫ মিনিট এভাবেই রেখে দিন
- এরপর মুখ ভালো করে ধুয়ে একটি তোয়ালে দিয়ে চেপে চেপে ত্বক শুকিয়ে নিন তোয়ালে দিয়ে মুখ ঘষবেন না, চেপে ধরে পানি শুকিয়ে নিন
- সপ্তাহে বার ব্যবহারেই খুব ভালো ফলাফল পাবেন
কেন এই মাস্কটি কার্যকরী?
- কলা তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী এটি ত্বকের কমলতাও বৃদ্ধি করতে সহায়তা করে
- লেবুর রস ত্বকের তেলতেল ভাব দূর করতে সহায়তা করে এবং লেবুর ব্লিচিং উপাদান ত্বকের উজ্জলতা বাড়ায়
- মধু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ব্রণের সমস্যা দূর করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে ময়েসচারাইজ করতে সাহায্য করে

No comments:

Post a Comment

Featured Post

যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ

ইনটিমেট  Intimate উপাদান ইনটিমেটঞগ ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড  ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.। ইনটিমেটঞগ ১০ ট্যাবলেট: প্রতি...