Breaking

Friday, July 28, 2017

জেনে নিন কাঁচা হলুদের গুনাগুন

অন্ত্রের রোগে যারা ভুগছেন তারা প্রতিদিন টাটকা হলুদ বেটে যে রস পাওয়া যাবে তা বা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো করে পানিতে মিশিয়ে খাবেন রোগটি এতে সেরে যায় একেবারেই যারা ক্রনিক
ডায়রিয়া রোগে ভুগছেন তারা প্রতিদিন ওই পথ্য তৈরি করে খেলে রোগের হাত থেকে রক্ষা পাবেন যারা কৃমি রোগে ভুগছেন তারা প্রতিদিন সকালে কাঁচা হলুদের রস ২০ ফোঁটা নিয়ে তার
মধ্যে চিমটি লবণ মিশিয়ে প্রতিদিন সেবন করলে ওই রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক গ্লাস দুধে মিশিয়ে খালি পেটে খেলে বুকের সর্দির হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে -স্বাস্থ্য ডেস্ক
•  যাদের অ্যালার্জির সমস্যা আছে হলুদ মেশানো পানিতে গোসল করলে অ্যালার্জি র্যাশের সমস্যা অনেকটাই কমে যায়
•  মুখে জ্বালা-পোড়া করলে গরম পানির মধ্যে হলুদের পাউডার মিশিয়ে কুলকুচি করুন
•  শরীরের কোনো অংশ পুড়ে গেলে পানির মধ্যে হলুদের পাউডার মিশিয়ে লাগাতে পারেন
•  সূর্যের তাপে গা জ্বলে গেলে হলুদের পাউডারের মধ্যে বাদামের চূর্ণ এবং দই মিশিয়ে লাগান
•  সর্দি-কাশি হলে হলুদ খেতে পারেন কাশি কমাতে হলে হলুদের টুকরা মুখে রেখে চুষুন এছাড়া এক গ্লাস গরম দুধের মধ্যে হলুদের গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন
•  আয়ুর্বেদিক মতে, হলুদ নাকি রক্ত শুদ্ধ করে তাই হলুদের ফুলের পেস্ট লাগালে চর্ম রোগ দূর হয়
•  এটি চেহারার সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে হলুদের সঙ্গে চন্দন মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয়
•   এর মধ্যে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ফসফরাস, ক্যালসিয়াম, লোহা প্রভৃতি নানা পদার্থ রয়েছে তাই হলুদ খেলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা জন্মায় লিভারের ক্ষেত্রে হলুদ খাওয়া খুবই ভালো
•  হলুদের মধ্যে ফিনোলিক যৌগিক কারকিউমিন রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করে
•  হলুদ মোটা হওয়া থেকে বাঁচায় হলুদে কারকিউমিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যা শরীরে খুব তাড়াতাড়ি মিশে যায় শরীরের কলাগুলোকে বাড়তে দেয় না
•  গা ব্যথা হলে দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেতে পারেন জয়েন্টের ব্যথা হলে হলুদের পেস্ট তৈরি করে প্রলেপ দিতে পারেন
•   ব্রনের প্রচুর ব্রণ ওঠে তাদের জন্য কাঁচা হলুদ জাদুর মতো কাজ দেয় ব্রনের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁচা হলুদ বাটা, আঙ্গুরের রস গোলাপ জল মিশিয়ে ব্রনের উপরে লাগান কিছু সময় পর ধুয়ে ফেলুন ব্রণ মিলিয়ে যাবে ইনফেকশন হবে না
•   ব্রনের দাগ দূর করতে কাঁচা হলুদ নিমপাতা বেটে দাগের উপর লাগান কিছুদিন লাগালে দাগ মিলিয়ে যাবে
•  কাঁচা হলুদ শুকনো কমলার খোসা একত্রে বেটে স্ক্রাবার হিসাবে পুরো শরীরে ব্যবহার করতে পারেন ত্বকে আসবে অন্য রকম জেল্লা
•  বলিরেখা দূর করতে কাঁচা হলুদের সাথে দুধের সর মিশিয়ে মুখে মাখুন ফেস প্যাক হিসাবে নিয়মিত লাগালে অবশ্যই দারুন উপকার পাবেন
•  রোদেপোড়া দাগ কমাতে মসুর ডালবাটা, কাঁচা হলুদবাটা মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগান

No comments:

Post a Comment

Featured Post

যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ

ইনটিমেট  Intimate উপাদান ইনটিমেটঞগ ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড  ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.। ইনটিমেটঞগ ১০ ট্যাবলেট: প্রতি...