Breaking

Friday, July 28, 2017

ত্বক উজ্জল ও ফর্সা করার এবং মুখের কালো দাগ দূর করার কিছু টিপস

ত্বক ফর্সা করতে ফেয়ার নেস cream কতই তো ইউস করলাম কই কোনো তো কাজ হলো নাএমন আফসোস শোনা যাই অনেকের মুখে কিন্তু আমরা যদি ঘরে একটু সময় দিয়ে হারবাল উপায়ে
ত্বকের সামান্য একটু যত্ন নি তাহলেই কিন্তু আমাদের ত্বক অনেক খানি সুন্দর হয়ে উঠবে
আজ আপনাদের জানাব সহজ ঘরওয়া পদ্ধতিতে ত্বক উজ্জল ফর্সা করার কিছু টিপস:
প্রতিদিন ব্যবহারের জন্য মসুর ডালের বেসন, মধু সামান্য তিলের তেলের মিশ্রণ বেশ
উপযোগী রোদে পোড়া ভাবও দূর হবে
মধু, কাঁচা হলুদ, দুধ তিলের তেল চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন আঠালো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন বাইরে থেকে ফিরে প্রতিদিন এই প্যাক ব্যবহার করতে পারেন
বেসন-দই, লেবুর প্যাক: চামচ আটা, মসুরির ডাল বাটা অথবা বেসন নিয়ে তার মধ্যে লেবুর রস মেশান৷ এবার ওর মধ্যে দই মিশিয়ে প্যাকটাকে গাঢ় করে নিন৷ মুখে, ঘাড়ে ভালো করে প্যাকটা লাগান৷ ২০ মিনিট রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন৷ এতে ত্বকের চমক বাড়বে৷
ত্বকের পোড়াভাব দূর করতে বাইরে থেকে ফিরে মুখে, গলায় হাতে টমেটোর রস লাগান শুকিয়ে গেলে আরো একবার লাগান ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া দাগ থাকবে না
পাতিলেবুর রস, নিমপাতার রস, মুলতানি মাটি মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন আধঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন
কাঁচা হলুদের রস, মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে মুছে নিন
দই এবং ময়দা মিশিয়ে মাখলেও ত্বকের কালো ছোপ তুলতে সাহায্য করে কলা পেস্ট করে মধু মিশিয়েও ত্বকে লাগাতে পারেন ১০-১৫ মিনিট রেখে দিন পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন
মুখের কালো দাগ দূর করার কিছু টিপস:
মুখের কালো দাগ দূর করতে আপনি মধু , লেবু, গোলাপ ফুলের পাতা অনেক কার্যকর এক সাপ্তাহের মাঝেই আপনি তার ফলাফল পাবেন এই উপাদান গুলি আপনি পেস্ট করে এক সাপ্তাহ ফেইসে লাগাবেন দেখবেন অনেক ভাল লাগবে
একটি ডিমের কুসুমের সাথে টেবিল চামচ অলিভ অয়েল আর ফোটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন তারপর মুখে লাগিয়ে -১০ মিনিট অপেক্ষা করে প্রথমে হালকা গরম পানি তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন
প্রথমে শুকনো হলুদের গুড়ার সঙ্গেদেশি ঘি মিশানতারপরে মিশ্রিত গুড়া আঙ্গুলের ডগা দিয়ে খুঁত বা দাগের ওপর আলতো ভাবে মাখুন ২০ মিনিট পর ধুয়ে ফেলুন এভাবে পরিপূর্ণভাবে দাগ দূর করা সম্ভব
দুভাগ পানি এক ভাগ আগুনে পোড়া সোডা মিশিয়ে ক্রিম তৈরি করুন মিশ্রিত সোডা খুঁত বা দাগযুক্ত স্থানে এক মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন তবে জোরে জোরে ক্ষত স্থানে কোন ক্রিম বা মালিশ ব্যবহার অনুচিত পদ্ধতি ক্ষত টিস্যুকে ধীরে ধীরে মুছে ফেলে আর মনে রাখবেন প্রতিদিন প্রচুর পরিমান পানি ফল খাবেন

No comments:

Post a Comment

Featured Post

যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ

ইনটিমেট  Intimate উপাদান ইনটিমেটঞগ ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড  ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.। ইনটিমেটঞগ ১০ ট্যাবলেট: প্রতি...