Breaking

Thursday, July 27, 2017

ফর্সা হতে লাগান হলুদের প্যাক

হলুদের মত উপকারী দ্রব্য খুব বেশি হয় না একদিকে যেমন  প্রতিদিনের রান্নায় ব্যবহৃত হয় হলুদ থিক সমানভাবে ত্বককে উজ্জ্বল রাখতে হলুদের ব্যবহার বহুল হয় গায়ের রং উজ্জ্বল করার জন্য
বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনে উপাদান হিসেবে সর্বপ্রথম তারা
হুলদের নাম দেখায় বিয়ের দিন কনেকেফর্সা দেখাতে সকালেহলুদ মাখানো হয় কিন্তু হলুদ ছাড়াওবেশ কয়েকটি খাদ্যদ্রব্যা আছে যার বিশেলে তৈরি একটিপ্যাক আপনার ত্বকের জেল্লা আরও বাড়াবে দামী প্রসাধনী দ্রব্যের পিছনেটাকা খরচ না বা বিশাল অঙ্কের টাকা খরচ করে বিউটিপার্লারে গিয়ে ফেসিয়াল না করে নিজেরত্বককে উজ্জ্বল এবং মোলায়েম করে তোলারজন্য ব্যবহার করতেপারেন হলুদ, দুধ এবং লেবুর মিশ্রনে সহজেই তৈরি একটিপ্যাক দুধ ত্বকের ক্লান্তি দূর করে ত্বককে ফর্সা করে এবং লেবু ত্বকের ময়লা দুর করে ত্বককে রাখে পরিষ্কার পরিসষ্কার রাখে
কি কি উপকরণ লাগবেঃ  দুধ টেবল চামচ, লেবুররস টেবিলচামচ, এবং হলুদ্গুঁড়ো চিমটে
কিভাবে ব্যবহার করবেনঃ   দুধ, লেবুর রস হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটিমিশ্রন বা পেস্টতৈরি করুন সারামুখে এই পেস্টভালভাবে লাগিয়ে, প্যাকটি শুকনো হওয়াপর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতোকরে মুছে নিন

No comments:

Post a Comment

Featured Post

যৌন উত্তেজনা বৃদ্ধির ঔষধ

ইনটিমেট  Intimate উপাদান ইনটিমেটঞগ ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড  ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.। ইনটিমেটঞগ ১০ ট্যাবলেট: প্রতি...